উত্তুরে বাতাসে কনকনে শীতের দিন
১৬ জানুয়ারি ২০১৯ ০৯:৩২
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
এই মৌসুমের শীত তো ছিল গোড়া থেকেই। সেই যে পৌষের মাঝামাঝি সময়ে শুরু হলো শৈত্যপ্রবাহ, মাঘ মাসে এসে বুঝি সেই শীত বিরাম নেবে?
শীত বুঝি এবার তক্কে তক্কেই ছিল। যেই না মাঘ এলো ওমনি শীত বুড়ি উত্তুরে বাতাস নিয়ে হাড়, মাংসে বিঁধিয়ে দিচ্ছে হিম। এদিকে শৈত্যপ্রবাহ কিন্তু যা ছিল, তাই আছে। উত্তরের জেলাগুলোয়, বরিশাল, খুলনা, সিলেট কোথাও তার থেকে নিস্তার নেই। মাঝে একবার সে ভাবটা ধরেছিল চলে যাবে, কিন্তু মাঘের আসকারা পেয়ে এখন সর্বোচ্চটা দিচ্ছে।
এমনিতে কাগজে-কলমে শীত বিষম নয়। গতকাল রাজার হাটে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। অন্যখানেও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহেরই খবর আছে। তবে ওই যে মাঘের জাদুটাই তো সেখানে। সে কি আর শৈত্যপ্রবাহের আশায় থাকবে! তার নিজেরই আছে উত্তরে বাতাস বাহিনী।
কুয়াশা এখনো খুব ভারী করে পড়েনি। পড়লে বোঝা যেতো মজাটা কোথায়।
যাক, আমাদের তো যেভাবেই হোক দিন পার করতে হবে। তাই আমরা গরম পোশাক, কানটুপি এসব নিয়ে বেরিয়ে পড়ি। বাতাস থেকে বেঁচে থাকতে পারলেই সব ঠিকঠাক।
নিরাপদে কাটুক আজকের দিনটি।
যাক, আমাদের তো যেভাবেই হোক দিন পার করতে হবে। তাই আমরা গরম পোশাক, কানটুপি এসব নিয়ে বেরিয়ে পড়ি। বাতাস থেকে বেঁচে থাকতে পারলেই সব ঠিকঠাক।
নিরাপদে কাটুক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ/এসএমএন