Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার আসছে শীত


২৯ জানুয়ারি ২০১৯ ১০:৪৩

।। মাকসুদা আজীজ, অ্যাসস্ট্যান্ট এডিটর।।

মাঘ মাসের মধ্যে দিয়ে হঠাৎ গরম করে গরম পড়ে গেলো, কেমন একটা অবস্থা, আকাশে মেঘ, গুমোট। ওদিকে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই।

আবহাওয়ার অফিসে খবর লাগিয়ে জানা গেল, বাতাস বাবাজি পথ বদল করে ফেলেছে। আগে পূর্ব দিক থেকে আসছিল এখন পশ্চিম দিক থেকে আসা শুরু করেছে। এসেছে ভালো কথা, সঙ্গে এতগুলা কিউমুলোনিম্বাস মেঘ উড়িয়ে নিয়ে এসেছে। এখন আমাদের সামলাতে হচ্ছে সেই মেঘের হ্যাপা! শীতের মধ্যে স্যাঁতস্যাঁতা গরমের দিন ভালো লাগে?

যাক অবশেষে মেঘ কেটেছে, কিছু জায়গায় কাটছে। যাদের কাটেনি সেটাও কেটে যাবে। গুঁড়িগুঁড়ি বৃষ্টির কথা বলা হচ্ছিল বটে, তবে দিনটা প্রধানত শুষ্ক। মানে বৃষ্টি হচ্ছে না।

এদিকে মেঘ কাটায় শীত আবার ফিরে আসছে। রাজশাহীতে দুম করে তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমে যাচ্ছে। অন্যখানেও কমের দিকেই।

এই গরম গরম হঠাৎ ঠণ্ডা সময়টা কিন্তু একটি চিন্তার। খুব সাবধানে থাকতে হবে নাহলে সর্দি, জ্বর এসে খুব ভুগতে হবে।

শুভ যাক আজকের দিনটা।

সারাবাংলা/এমএ/এসএমএন

কুয়াশা শীত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর