কনকনে বাতাসে সোনা রোদের দিন
৩০ জানুয়ারি ২০১৯ ১০:৩৩
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
শীত যে ফিরে আসবে এমন একটা কথা আবহাওয়ার অফিস আগেই জানিয়েছিল। তবে আবহাওয়ার যে অবস্থা তাতে যে কোনো কথা বিশ্বাস করা কঠিন কিন্তু যাক মাঘের মুখ রক্ষা করে শীতকাল ফিরে এসেছে।
শীত ফেরায় উত্তরবঙ্গে আবার মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রাজারহাটে কাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। এমনিতে সারাদেশেই সর্বনিম্ন তাপমাত্রা ১৪ বা ১৫ ডিগ্রি সেলসিয়াসের দিকেই ছিল। শুধু ঢাকা জেলা আর চট্টগ্রাম বিভাগে বেশ গরম।
শীতের কনকনে বাতাসে খুব ভালো খবর আছে। রোদ আজকের দিনে খুব তেজী। তো দিনের বেলা কনকনে বাতাসে তেমন কষ্ট পাওয়া যাবে না। তবে যেই না সূর্য নামবে ওমনি বুঝবেন শীত কাকে বলে।
যাদের বাড়ি ফিরতে সন্ধ্যা হবে বা বেশি রাত হবে তারা গরম একটা পোশাক সঙ্গে নিয়েই বের হন। আর ময়েশ্চারাইজার মাখতে ভুলবেন না। কারণ দিনটা বেশ শুকনো যাবে।
শুভ যাক আজকের দিনটি রোদের মতো উদ্ভাসিত হোক জীবন।
সারাবাংলা/এমএ/এসএমএন