Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভয় দেখানো বজ্র আর কালো মেঘের দিন


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৭

।। সিরাজুম মুনিরা, সিনিয়র নিউজরুম এডিটর ।।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বৃষ্টির আশঙ্কা করা হয়েছিল, কিন্তু তা সত্যি হয়নি। তাই বলে ভাববেন না যে, সোমবারের (২৫ ফেব্রুয়ারি) বজ্রপাতের আশঙ্কাও মিথ্যে হয়ে যাবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর তো জানিয়েছেই, অ্যাকুওয়েদারও বলছে কাল বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এমনকি শিলাবৃষ্টিও হতে পারে।

তাই যদি জল ছপছপে জুতো না চান তাহলে অবশ্যই এমন জুতো পরে বের হবেন যেটা বৃষ্টি-কাদা-পানিকে পরোয়াই করবে না। সেইসঙ্গে ছাতা বা বর্ষাতি কাছে রাখতেও ভুলবেন না। বলা তো যায় না, কখন ঝুপ করে নেমে আসবে বেয়াড়া বৃষ্টি আর আপনার দিনের সব পরিকল্পনাকে ভিজিয়ে নষ্ট করে দিয়ে যাবে।

জানেন তো? বজ্রপাত কিন্তু এখন জাতীয় দুর্যোগ। তাই বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান নিতে ভুলবেন না।

মোটকথা, সপ্তাহের পুরোদস্তুর কাজের দিনটি যেন বৃষ্টি বা বজ্রপাতের কারণে নষ্ট হয়ে না যায় সেই প্রস্তুতি নিয়েই আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, পশ্চিমা লঘুচাপের একটি বাড়ন্ত অংশ ভারতের পশ্চিমবঙ্গ আর এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপও রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই দুইয়ের কারণেই মাঝ ফাল্গুনে ঝড়-বৃষ্টি-শিলার আগমন।

কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস, আকাশ থাকবে আংশিক মেঘলা, সূর্য আর মেঘের লুকোচুরি সঙ্গে হানা দেবে বজ্রপাত। দুপুরে এক মিলিমিটার বৃষ্টিও হতে পারে। রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস, রয়েছে বৃষ্টির সম্ভাবনা, আকাশ থাকবে মেঘলা।

নিরাপদে কাটুক বজ্রপাতের দিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

বজ্রপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর