Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ এ ছুটির দিনে


২৬ জানুয়ারি ২০১৮ ০৯:৩২

অতিথি পাখিদের কলতানে মুখরিত বিল

মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর

ছোটবেলার সেই গান মনে আছে? একদিন ছুটি হবে, অনেক দূরে যাবো, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো… আজ এমনি ছুটির দিন। আজ আমাদের সবার প্রিয় শুক্রবার।

মাঘ মাসের ১৩ তারিখে শুক্রবার পরায় আমাদের পালা পার্বণের বেশ সুবিধেই হচ্ছে। শহর জুড়ে আজ এই মেলা সেই মেলা, এই প্রদর্শনী সেই উৎসব ছাড়াও, পারিবারিক বা বন্ধুবান্ধবের আয়োজনে বেশ পিকনিক পিকনিক বিষয় যাচ্ছে।

আজ সূর্য উঠেছে সকাল ৬টা ৪১ মিনিটে। উঠেই বেশ আলো ছড়িয়ে প্রভাব বিস্তার করে বসেছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস। এটা বেশ আরামদায়ক ঠাণ্ডা তার উপর গায়ে সূর্যের আলো পড়ছে। পিকনিকে গিয়ে একটু ছায়ায় মাথা রেখে আলোতে গা রেখে চোখ বুজে থাকলে যে আরামটা লাগবে তা আর বলতে নেই।

তাই বলে বেশি বেলায় এই কাজটা করতে যেয়েন না। আজ আকাশে মেঘ কম আছে। কুয়াশারও বালাই নেই, ফলে অতিবেগুনী রশ্মি যে কেমন ক্ষতিটা করে যাবে! আর যদি খুবই শখ হয় তাহলে সানস্ক্রিন, অলিভ অয়েল মেখে নিয়ে। তাতেও যদি ত্বক পুড়ে যায় তাহলে বাড়ি ফিরে টমেটোর রস মেখে বসে থাকবেন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন, পোড়া ভাব কিছুটা প্রশমিত হবে।

বাতাসের আর্দ্রতা আজ কমে কমে একদম ৩৪% শতাংশ হয়ে যাবে। পিকনিক পার্টি ভাই ও বোনেরা ক্রিম তো গায়ে মুখে মাখবেনই। সাথে করেও নিয়ে নিন। বিকালে আবার মাখা লাগবে। আর সবাই মিলে পিকনিক থেকে ফিরতে শুরু করলে পথে যে জ্যাম হবে সেখানে খাওয়ার জন্য বেশি করে কমলা আর বিস্কুট ব্যাগে ভরে ফেলুন। যদি ইতিমধ্যে পৌঁছে গিয়ে থাকেন তাহলে পথ থেকে কিনে নিয়ে।

আজ সূর্য ডুবে যাবে ৫টা ৪১ মিনিটে। সূর্য আজ ঠিক ঠিক ১১ ঘণ্টা আকাশে থাকবে। তবে সূর্য ডুবে গেলেও কিন্তু সূর্য চাঁদের গায়ে আলো দিয়ে যাচ্ছে। আমরা শুক্লপক্ষের মাঝামাঝি আছি। আকাশে একটা আধা চাঁদ দেখা যাবে।

বিজ্ঞাপন

যারা খুব দূরে কোথাও যাবেন না তারাও কাছে পিঠে কোথাও বেড়িয়ে আসতে পারে। ছুটির দিনটি ভালো কাটুক, সুন্দর কাটুক যেন সারা সপ্তাহ কাটানোর মতো রসদ ঝুড়িতে থাকে।

শুভ সকাল।

 

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর