ঢাকার আকাশে মেঘ-বৃষ্টির সম্ভাবনা
১৬ মে ২০১৯ ০৯:৩৮
জ্যৈষ্ঠের দ্বিতীয় দিবস আজ। এই মাসের নাম শুনলেই কেমন গরমে হাঁসফাঁস লাগতে থাকে আমার। তবে মজার ব্যাপার হলো বৃহস্পতিবার (১৬ মে) সকালটা ছিল মৃদুমন্দ বাতাসের। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের পারদ চড়বে। এর মধ্যে আশার কথা হলো আবহাওয়ার পূর্বাভাসে তাপপ্রবাহের নতুন বার্তা আর দেওয়া হয়নি।
আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বার্তায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে এবং এটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করছে।
দেশের রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গত বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিলো। তবে নতুন করে আর এই তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়নি। এটাও একটা ভালো খবর, নাকি?
ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস রাতে তা কমে দাঁড়াবে ২৭ ডিগ্রিতে। ঢাকার আকাশে মেঘ থাকবে, বজ্রপাতও হবে। তবে আবহাওয়া থাকবে গরম। দুপুরের পর যে কোনো সময় সামান্য বৃষ্টিও হতে পারে।
সারাবাংলা/এসএমএন