Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্প টয়লেট ব্রাশের জন্য হুমড়ি খাচ্ছে চীনারা


১৭ মে ২০১৯ ১৫:৫২

হলুদ রঙের টয়লেট ব্রাশটির নাম দেওয়া হয়েছে ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। এটির দাম মাত্র ২.৫৬ মর্কিন ডলার অথবা চাইনিজ প্রায় ২০ ইউয়ান। ট্রাম্পকে মডেল করে বানানো এই টয়লেট ব্রাশটি কিনতে হুমড়ি খাচ্ছেন চীনারা। খবর ডেইলি মেইলের।

চীনের অনলাইন শপিং ওয়েবসাইট তাওবাও’তে ট্রেন্ড্রিং হিসেবে রয়েছে ‘ট্রাম্প টয়লেট ব্রাশ’। বিক্রেতারাও এই টয়লেট ব্রাশটি বিক্রি করতে নানা রকম বিশেষণ জুড়ে দিচ্ছেন। তারা বলছেন, ট্রাম্প টয়লেট ব্রাশে রয়েছে শক্তিশালী ‘ক্লিনিং ইফেক্ট’। আবার অনেকেই টয়লেট ব্রাশের সঙ্গে ফ্রি দিচ্ছেন ট্রাম্পের ছবিসহ টয়লেট টিস্যু।

বিক্রেতা প্রতিষ্ঠান তাওবাও জানিয়েছে, ট্রাম্প টয়লেট ব্রাশ স্টাইলিশ ও হালকা। ক্রেতাদের জন্য কয়েক রকম ডিজাইনের টয়লেট ব্রাশের ব্যবস্থা করেছে তারা।

সারাবাংলা/এনএইচ

অনলাইন বাজার চীন ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর