Monday 10 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের অভিষেক উপলক্ষ্যে ঢাকার অভিনন্দন

সারাবাংলা ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫ ০০:২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই ঢাকা তাকে অভিনন্দন জানিয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। সেই বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন যে, উভয় দেশ সহযোগিতার নতুন পথ অন্বেষণে একসঙ্গে কাজ করবে।’

বিজ্ঞাপন

বার্তায় বলা হয়েছে, ‘আমরা সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করছি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

এর আগে গত নভেম্বরে মার্কিন নির্বাচনে জয়লাভের পর ট্রাম্পকে দেওয়া এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আপনার জয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত।’

বার্তায় বলা হয়েছে, ‘দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আপনাকে নির্বাচিত করা এটাই প্রতিফলিত করে যে, আপনার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের দৃষ্টিভঙ্গি অনুরণিত হয়েছে। আমি নিশ্চিত যে, আপনার নেতৃত্বে, মার্কিন যুক্তরাষ্ট্র সমৃদ্ধ হবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্পের কার্যকালে এ সম্পর্ক গভীরতা ও মাত্রায় আরও বৃদ্ধি পাবে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, দুটি বন্ধুত্বপূর্ণ দেশ অংশীদারিত্বের নতুন পথ অন্বেষণে কাজ করছে তাই সীমাহীন সম্ভাবনার রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

অভিনন্দন অভিষেক ডোনাল্ড ট্রাম্প ঢাকা

বিজ্ঞাপন

মেলার ১০ম দিনে নতুন বই এসেছে ৮৪টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর