Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭৩ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দিয়ে আলোচিত যিনি


৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৪

ভারতের অন্ধ্রপ্রদেশ ইরামাতি ম্যাংগমা নামের এক নারী ৭৩ বছর বয়সে যমজ কন্যা সন্তান জন্ম দিয়ে আলোচনায় এসেছেন। ধারণা করা হচ্ছে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে তিনিই সবচেয়ে বয়স্ক মহিলা। খবর সিএনএনের।

তিনি ভার্টো ফার্টিলাইজেনশন বা আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণ করেন। গত ৫ সেপ্টেম্বর সন্তান জন্ম দেন সিজারের মাধ্যমে।

স্থানীয় আহোলা আইভিএফ এর ডাক্তার সানাকালয়ালা উম্মেশকার বলেন, সার্জারি ভালোভাবে সম্পন্ন হয়েছে। মা ও সন্তান কোনো জটিলতা ছাড়াই ভালো আছে।

তবে আগামী ২১ দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন ডাক্তাররা।

ম্যাংগমা ও তার স্বামী ই রাজা রাও (৮০) বিয়ে করেন ১৯৬২ সালে। কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। পরবর্তীতে ডাক্তারের পরামর্শে তারা আইভিএফ পদ্ধতি গ্রহণ করেন।

রাও এখনই তার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন। তিনি তার স্ত্রী সম্পর্কে বলেন, ‍সে খুব আত্মবিশ্বাসী। অতীতের যেকোনো সময়ের চেয়ে তার আত্মবিশ্বাস এখন বেশি। সন্তান নিয়ে সে তার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে যাচ্ছে।

আইভিএফ বিচিত্র ঘটনা ভারত যমজ সন্তান

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর