Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ঘোড়ায় চড়ে পবিত্র পায়েকতু পর্বত জয় করলেন কিম


১৬ অক্টোবর ২০১৯ ১৩:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তর কোরিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট পায়েকতু। রটনা রয়েছে এটি নাকি কিম পরিবারের আধ্যাত্মিক বাসস্থান। তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিম এই পর্বতের চূড়ায় পৌঁছান। হয়ত কোনো আচার-রীতিও পালন করেন! খবর বিবিসির।

এবার সাদা ঘোড়ায় চড়ে কোরীয় নেতা কিম জং উন ২৭৫০ মিটার উচ্চতার পায়েকতু পর্বত জয় করেছেন। সেসব ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

ছবিতে দেখা যায় তুষারশুভ্র পর্বতের পথ ধরে কিম এগিয়ে চলছেন ঘোড়ার পিঠে করে। পর্বতের চূড়ায় হাস্যেজ্জ্বল মুখেও দেখা যায় তাকে।

কিসিএন জানায়, ঘোড়ায় চড়ে কিমের পায়েকতু পর্বতারোহণ কোরিয়ার বিপ্লবী ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করবে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ গড়তে কিম যে সংগ্রাম করে যাচ্ছেন তা পায়েকতু পর্বতের মতোই দৃঢ় হয়ে থাকবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত নতুন বছরের ঘোষণা রাষ্ট্রীয় ভাষণ প্রদানের আগে ২০১৭ সালে কিম পায়েকতু পর্বত ভ্রমণ করেন। সে ভাষণে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের বরফ গলনের ঘোষণা দেন তিনি। তাই ধারণা করা হচ্ছে আবারও বড় কোনো ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন কিম।

কিম জং উন পায়েকতু পর্বত