ঢাকা: পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে (বাদ জোহর) জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে।
মাহফিলে ওয়াজ পেশ করেন ঢাকা পূর্ব রাজাবাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন দ্বিন-ই-দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার।
মাহফিল শেষে মুনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।