বাথরুম থেকে শব্দ, দাঁত বের করে বসে আছে অতিকায় কুমির
৬ নভেম্বর ২০১৯ ১৩:০১
মাঝরাতে বাথরুম থেকে শব্দ হচ্ছিল। বাড়ির মালিক মহেন্দ্র কিছুটা অবাক হন। সাপ, বিড়াল নাকি কুকুর তিনি ভেবে পান না। গিয়ে দেখে তো তার চক্ষু তো চড়কগাছ। আরে এ তো আস্ত কুমির। দাঁত বের করে বসে আছে। খবর এনডিটিভির।
মঙ্গলবার (৫ নভেম্বর) গুজরাটের ভাদোদরায় ঘটেছে এই ঘটনা।
কাল বিলম্ব না করে মহেন্দ্র ফোন দেন প্রাণী কল্যাণ সংস্থায়। রাত ৩টায় উদ্ধারকর্মীরা আসেন ৪ ফুট লম্বা কুমিরটিকে উদ্ধার করতে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর কুমিরটিকে বন্দি করতে সক্ষম হন তারা।
প্রাণী কল্যাণ সংস্থার এক সদস্য টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, তখনও বেশ অন্ধকার হওয়ায় এই কুমিরটিকে উদ্ধার করা বেশ কঠিন ছিল। শুধু তাই নয়, কুমিরটিও বেশ আক্রমণাত্মক প্রকৃতির।
ধারণা করা হয় এটি সম্ভবত কাছাকাছি বিশ্বমিত্রী নদী থেকেই উঠে এসেছে।