Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোখ বুজেই রুবিক’স কিউব মেলাল ৬ বছরের শিশু


২৪ নভেম্বর ২০১৯ ১৮:২৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ১৮:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুবিক’স কিউব মেলানোর কথা ভাবলেই অনেকের ঘাম ঝড়ে যায়। আর চোখ বুজে এ কাজটি করা মোটেও চাট্টিখানি বিষয় নয়। তবে চেন্নাইয়ের ৬ বছরের শিশু সারাহ তা করে দেখিয়েছে। তাও মাত্র ২ মিনিট ৭ সেকেন্ডে। খবর হিন্দুস্থান টাইমসের।

শুক্রবার (২২ নভেম্বর) সারাহ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখানের চেষ্টা করে। তার লক্ষ্য ছিল ২ মিনেটে রুবিক’স কিউব (২*২) মেলানো। এসময় সারাহর চোখ বাঁধা ছিল।

সারাহর বাবা চার্লস জানান, খুব ছোট বয়সেই মেয়েকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যেই সারাহর অন্য বিশ্বরেকর্ড রয়েছে। সে বিভিন্ন ধরনের রুবিক’স কিউব মেলাতে সক্ষম।

সারাহ জানায়, গিনেজ কর্তৃপক্ষের এ আয়োজনে অংশ নিতে পেরে সেও বেশ খুশি।

বিজ্ঞাপন

রুবিক’স কিউবকে আগে ডাকা হতো ম্যাজিক কিউব নামে। হাঙ্গেরিয়ান স্থপতি প্রফেসর ইরনো রুবিক ১৯৭৪ সালে এটি আবিষ্কার করেন।

রুবিক’স কিউব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর