হেরে গেল দাবানলে দগ্ধ সে কোয়ালা
২৬ নভেম্বর ২০১৯ ১৮:১৭
অস্ট্রেলিয়ায় দাবানল থেকে উদ্ধার করা কোয়ালাটিকে মারা গেছে। টনি ডোহার্টি নামের এক নারী ওই কোয়ালাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। এটিকে ভর্তি করা হয়েছিল স্থানীয় প্রাণী হাসপাতালে। তবে চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও মৃত্যুর কাছে হার মেনেছে কোয়ালাটি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
কোয়ালাটিকে নিউ সাউথ ওয়েলস এর দাবানল থেকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। টনি ডোহার্টির প্রশংসা করেছেন সবাই।
ভিডিওতে দেখা যায়, তিনি দাবানলের আগুনে জঙ্গলে প্রবেশ করেন। গায়ের শার্ট খুলে দগ্ধ কোয়ালাটিকে জড়িয়ে আনেন ও পানি পান করান।
১৪ বছর বয়স্ক কোয়ালাটির বুক, পা ও শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ পুড়ে গিয়েছিল। তাই তাকে বাঁচানো সম্ভব হয়নি।হাসপাতালে আরও কয়েক ডজন কোয়ালা চিকিৎসাধীন আছে।