Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুশ্চিন্তা কমাতে গরু পরছে ভিআর, দেখছে শস্যভূমি


২৭ নভেম্বর ২০১৯ ১৯:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার একটি ফার্ম তাদের গরুগুলোকে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর পরাচ্ছে। যাতে গরুগুলো দুশ্চিন্তামুক্ত থাকে।

বুধবার (২৭ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়েছে।

গরুদের জন্য বিশেষ ডিজাইনে বানানো হয়েছে এসব ভিআর। ভিআরে দেখানো হচ্ছে গ্রীষ্মের শস্যভূমি। মস্কোর রামেন্সকি ডিস্ট্রিকের রাসমোলকে ফার্ম নিয়েছে এই উদ্যোগ।

মস্কোর কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, গরুর মানবিক ভাবাবেগ ও দুধ উৎপাদনের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে গবেষণায় ওঠে এসেছে।

প্রাথমিকভাবে ভিআর পরায় গরুর আবেগীয় ভাবনায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানা গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন ফার্মের অভিজ্ঞতা থেকে বলা যায় শান্ত পরিবেশ গরুর দুধের মান ও পরিমাণে প্রভাব ফেলে।

বিজ্ঞাপন

গবেষকরা এ বিষয়ে আরও দীর্ঘ গবেষণা চালাবেন বলে জানানো হয়েছে।

গরু ভিআর রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর