Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ লিটার দুধে, ১ বালতি পানি! (ভিডিও)


২৯ নভেম্বর ২০১৯ ২২:৩২

দরিদ্র স্কুল শিক্ষার্থীদের যাতে পুষ্টির ঘাটতি না হয় তাই সরকারিভাবে তাদের জন্য দুধ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেখানেও চলছে হরিলুট। ১ লিটার দুধে, ১ বালতি পানি মিশিয়ে শিক্ষার্থীদের খাওয়ানো হচ্ছে। ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির।

রাজ্যের শোনভদ্র এমনিতেই অনুন্নত এলাকা। সেখানের শিক্ষার্থীরা নির্ভরশীল থাকে ‘মিড ডে’ মিলের ওপর। কিন্তু গ্রাম্য এক পঞ্চায়েতের ধারণ করা ভিডিওতে দেখা যায়, একটি বড় পাত্রে বালতি দিয়ে পানি ঢালা হয়েছে। প্যাকেটজাত দুধ সে পানির মধ্যে দিয়ে ভালো করে হাতনেড়ে; দুধ-পানি মেশানো সে দুধ দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। যেন দুধে পানি নয় বরং পানিতে দুধ মেশানো!

সোনভদ্রা জেলার চোপান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের এই ভেজাল দুধ খাওয়ানো হচ্ছে। স্থানীয় জেলা প্রশাসন জানায়, প্রয়োজনে স্কুলে অতিরিক্ত দুধ সরবরাহ করা হয়েছে। তবু কেন এমন করা হলো তা বুঝা যাচ্ছে না। এদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি দুধের সংকট তাই ওই পরিচারিকা এই কাজ করেছেন!

দুধে পানি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর