Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনমানবহীন গ্রামে সবুজের আধিপত্য


২০ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৮ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১৯:০৬

প্রকৃতি যে শূন্যস্থান যে পছন্দ করে না, তা আমরা এতোদিন শুধু শুনেই এসেছি। সেই কথাটির বাস্তব উদাহরণ হাজির হয়েছে আমাদের সামনে। চীনের গৌকি দ্বীপের জেলেদের গ্রাম শেংছি। এই গ্রাম থেকে জেলেরা তাদের বসতি গুটিয়ে নিয়ে চলে যাবার পর প্রকৃতি যেনো তার সবুজ পসরা সাজিয়ে বসেছে। আমাদের সেইসব দৃশ্য দেখার সুযোগ করে চীনা ফটোগ্রাফার তাং ইউহং।

শেংছি গ্রামটি চীনের ইয়াংযে নদীর মোহনায় অবস্থিত। গৌকির মতো আরো চারশ দ্বীপ রয়েছে চীনে। কিন্তু নিচের ছবিগুলো দেখলেই বোঝা যাবে আগামীতে ফটোগ্রাফারদের বড় গন্তব্য হতে যাচ্ছে এই শেংছি গ্রাম।

বিজ্ঞাপন

গৌকা চীন শেংছি