Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ারড্রব পড়ে শিশুর মৃত্যু, ৩৯০ কোটি টাকা জরিমানা


৭ জানুয়ারি ২০২০ ২২:৪৮ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ১৩:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ারড্রবের আঘাতে ক্যালিফোর্নিয়ায় এক শিশুর মৃত্যুর ঘটনায় সুইডিশ ফার্নিচার কোম্পানি আকইয়া ৪৬ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৩৯০ কোটি টাকারও বেশি। এর আগে ২০১৬ সালেও কোম্পানিটি  পৃথক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যুতে ৫০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দেয়। খবর সিএনএনের।

আকইয়া এক বিবৃতিতে এই ক্ষতিপূরণ দেওয়ার কথা নিশ্চিত করেছে। শিশুর মৃত্যুতে ক্ষমা চেয়ে বলেছে, ক্রেতাদের নিরাপত্তা তাদের ব্যবসায় সবসময় অগ্রাধিকারে থাকে।

জোজেফ ডুডাক নামের ওই শিশু ২০১৭ সালে আকইয়ার ফার্নিচারে আঘাতপ্রাপ্ত হয়। এরপর যন্ত্রণা ভোগ করে আহত অবস্থায় মারা যায়। ফেল্ডম্যান শেপার্ড নামের আইনি-সেবা প্রতিষ্ঠান নিহত শিশুটির পরিবারের হয়ে সমঝোতায় লড়ে। মার্কিন ইতিহাসে  কোনো শিশুর মৃত্যুর ঘটনায় এটিই সর্বোচ্চ ক্ষতিপূরণ বলে জানিয়েছে তারা।

বিজ্ঞাপন

কোম্পানির ফার্নিচার নির্মাণ দুর্বলতার কারণে অন্তত ৮জন শিশু মারা গেছে বলে আকইয়ার ওয়েবসাইটে সত্যতা স্বীকার করা হয়েছে। ২০১৬ সাল থেকে ৩০০টি অভিযোগ খতিয়ে দেখা যায়, ফার্নিচারের কারণে ১৪৪ শিশু আহত হয়েছে।

অভিযোগ রয়েছে, বারবার দুর্ঘটনা সত্ত্বেও আকইয়া তাদের ফার্নিচারের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করেনি। এছাড়া পুরনো মডেলের অনেক পণ্য এখনো বিভিন্ন বাসায় রয়েছে।

আকইয়া জরিমানা ফার্নিচার কেম্পানি শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর