Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এভারেস্টের চূড়ায় জন্মাচ্ছে ঘাস!


১০ জানুয়ারি ২০২০ ২১:৪৫ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ১২:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে মাউন্ট এভারেস্ট ও হিমালয় এলাকায় ঘাস ও গুল্ম দ্রুত জন্মাচ্ছে। যা সেখানের পরিবেশ ও নদ-নদীর পানি প্রবাহে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে। গ্লোবাল চেঞ্জ বায়োলজিতে প্রকাশিত একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দ্য ইন্ডিপেনডেন্ট এর খবরে এ তথ্য দেওয়া হয়।

১৯৯৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত নাসার স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে গবেষকরা এই পরিবর্তন লক্ষ্য করেন। ২০০০ সাল থেকে ২০১৬ পর্যন্ত ঘাস বৃদ্ধির এই প্রবণতা হিমালয় অঞ্চলে দ্বিগুণ হয়েছে।

গবেষক কারেন এন্ডারসন বলেন, পর্বতসমূহের বরফ হ্রাসের হার পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। এসব অঞ্চলের বাস্তুসংস্থান সম্পর্কে আমরা খুবই কম জানি।

বিজ্ঞাপন

হিমালয় এলাকায় বন্যা পরিস্থিতি বাড়তে পারে আশঙ্কা জানিয়ে এন্ডারসন জানান, এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর