স্প্রিংফিল্ড পুলিশ একাডেমিতে এবার নিয়োগ পেলেন কেবল নারীরা
২২ জানুয়ারি ২০২০ ১৫:৫৫
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ‘স্প্রিংফিল্ড পুলিশ একাডেমি’তে কেবলমাত্র নারীদের নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি আগামী তিনমাস এই একাডেমিতে আরও নারী কর্মকর্তা নিয়োগ হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। আপাতত এই দফায় একসঙ্গে নিয়োগ পেয়েছেন ছয় নারী।
স্প্রিংফিল্ড পুলিশ একাডেমির ইতিহাসে এই ঘটনা প্রথম। যখন একাডেমির কর্মী নিয়োগে পুরুষের বদলে নারীদের নিয়োগ দেওয়া হলো।
একাডেমির প্রধান পল উইলিয়ামস বলেন, ‘পুলিশ বিভাগে কাজ করার প্রতি নারীরা যেভাবে আগ্রহী হয়েছেন সেটাই বড় অর্জন। নারীরা বাড়তি কোন সুবিধা ছাড়াই পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। আশা করি, এই পেশায় নারীরা ইতিবাচক ফলাফল অর্জন করবে।’
তিনি আরও বলেন, ‘কাজের প্রতি তীব্র স্পৃহা আর নিষ্ঠার কারণে মুগ্ধ হয়ে পুলিশ একাডেমিতে এবার শুধু নারীদের নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের কাজগুলোতে নারীরা অসম্ভব পারদর্শী। নারীদের দক্ষতা পুলিশ একাডেমিকে আরও সমৃদ্ধ করুক, এটাই আমাদের প্রত্যাশা।’
এর আগে স্প্রিংফিল্ড পুলিশ একাডেমিতে মাত্র একজন নারী কাজ করতেন। তার নাম চার্লসটন। পুলিশ একাডেমিতে কাজ করার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘স্প্রিংফিল্ড পুলিশ একাডেমি আমার স্বপ্ন। এখানে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি।’
১৯৯৫ সাল থেকেই এই একাডেমিতে কাজ করছেন চার্লসটন। ২০০০ সালে অফিসার পদে পদোন্নতি পান তিনি। যখন এই পেশায় যোগ দেন তখন কোনো নারী সহকর্মীকে পাশে পাননি। পুরুষ সহকর্মীদের সঙ্গেই কাজ করতে হয়েছে।
এই পেশা নারীদের জন্য চ্যালেঞ্জের উল্লেখ করে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে যারা নিজেকে মানিয়ে নিতে পারবে তাদেরই এই পেশায় আসা উচিত। তবে মানুষের ইচ্ছাশক্তিই বড় বলেও মনে করেন তিনি।
চাকরির অভিজ্ঞতা প্রসঙ্গে চার্লসটন বলেন, ‘এখানে কাজের পরিবেশ খুব ভালো। এখন যে জায়গায় দায়িত্ব পালন করি, সেখানকার এলাকার মানুষ বেশ আন্তরিক। অনেক কঠিন দিনগুলোতে তারা আমার পাশে ছিল।’
তিনি যোগ করেন, “নিজের ক্যারিয়ার গড়তে অনেক নারী এখন বিভিন্ন পেশায় যাচ্ছেন। এমনকি যেসব জায়গায় শুধুমাত্র পুরুষদের দেখা যেত অতীতে, সেখানেও নারীরা কাজ করছেন এবং সাফল্যের চিহ্ন রাখছেন। নারীরা প্রচুর পরিশ্রম করে নিজেকে তৈরি করছেন। একজন সফল নারীকে দেখে অন্য অনেক নারী ভাবছেন, ‘সেও আমার মতোই নারী। সে পারলে আমি পারবো না কেন’। এই মনোভাব নারীদের অনেকদূর এগিয়ে দিচ্ছে।”