Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীত সকালের গান


২৭ জানুয়ারি ২০২০ ০৯:২১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ০৯:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকায় কিন্তু সকালটা বেশ ঠান্ডা। ১৪ ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে ছিল বাতাস। ফলে শীতটা ভালোই লেগেছে। বিশেষ করে যারা শীত কমে যাচ্ছে ভেবে পাতলা কাপড় নিয়ে বেরিয়েছেন তারা বুঝেছেন কষ্টটা।

তবে দিন বাড়তে বাড়তে শীত কমবে, রোদও উঠবে। আবার রাতে ঝুপ করে নেমে যাবে তাপমাত্রা। আর পুরো দিনই ঢাকার বাতাস থাকবে অস্বাস্থ্যকর। তাই শীত-গরম যাই লাগুক না কেন, যে বাতাসটা ফুসফুসের মধ্যে ভরে নিচ্ছেন সেইটা কতটা খারাপ সে হিসাব কষতে পারেন। অবশ্য হিসেব কষে লাভ কী? নিঃশ্বাস না নিয়ে বাঁচতে তো পারবেন না।

বরং চেষ্টা করতে পারি যে, যার যার নিজের জায়গা থেকে পরিবেশকে আর দূষিত না করতে। এছাড়া আপাতত আর কী-ই বা করার আছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ রাতের পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তার মানে এই না যে শীত কমে যাবে। উল্টো মাসের শেষে দুদিন বৃষ্টি হতে পারে। তখন আরেক দফা কমবে তাপমাত্রা।

পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশিয় উচ্চ চাপ বলয়ের বর্ধিত অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় রয়েছে। আর মৌসুমের যে স্বাভাবিক লঘুচাপ সেটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। ফলে দেশের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে, পড়বে ঘন কুয়াশা।

আবার রংপুর ও রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও আজ কমে আসবে এর মাত্রা।

এই শীত-কুয়াশার দিনে সবাই ভালো থাকুন, সারাবাংলার পক্ষ থেকে এটাই প্রত্যাশা।

গান টপ নিউজ শীতের সকাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর