পর্যটনের ফাঁদে হারিয়ে যাচ্ছে জোনাকিরা (ভিডিও)
৮ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৪
দলবেঁধে জোনাক পোকা দেখার জন্য মেক্সিকো, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ফিলিপিন্সসহ বিভিন্ন দেশে গড়ে উঠেছে পর্যটন শিল্প। তবে এতে করে জোনাকিদের হারিয়ে যাওয়ারই উপক্রমই হচ্ছে। এক গবেষণায় এমনই জানানো হয়েছে। খবর বিবিসির।
টাফটস ইউনিভার্সিটর প্রফেসর সারা লুইস গবেষণা দলের নেতৃত্ব দিয়েছেন। তার মতে, রাতের বেলা জোনাক পোকার প্রাকৃতিক আবাসস্থলে ঘুরে বেড়ানো ভয়ংকর ব্যাপার।
এতে করে আলো দূষণের ফলে জোনাকিদের ক্ষতি হয়। এরসঙ্গে রয়েছে নগরায়ণ ও শিল্পায়নের প্রভাব। এসবের কারণে জোনাক পোক হুমকির মুখে পড়ছে।
সারা লুইস বলেন, বিশ্বের অনেক দেশ যেমন জাপান, বেলজিয়াম ভারতেও জোনাক উৎসব পালিত হয়। ফলে উদাসীনতার কারণে জোনাকিদের ক্ষতি হচ্ছে। নারী জোনাকরা যেহেতু উড়তে পারে না তাই পদদলিত হয়ে তারা মারা যায়। জোনাকিদের বংশবিস্তার বাধাগ্রস্ত হয়।