Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টির পথ চেয়ে…


২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩০ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৭:৫২

মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর

ফাগুন হাওয়ায় হাওয়ায় উড়ে ১২ তম দিন চলে এলো। ফাগুনের বাতাস আছে, মিঠে শীত আছে। নেই শুধু একটা জিনিস, ফাগুনের বৃষ্টি!

আজকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। হুম গরম কিন্তু টুকটুক করে এসেই পড়ছে। আকাশে আজকে মেঘ নেই মোটেই ২৩ শতাংশ, ৩৩ শতাংশ এমন। কিন্তু আকাশ মেঘ নেই বললেই হলো নাকি? আমাদের বুঝি ইন্দ্রিয় নেই? দক্ষিণ দিক থেকে ৯ কিলোমিটার বেগে আসছে বাতাস। সে বাতাসে কী সুন্দর নতুন পানির সোঁদা গন্ধ! কোথা থেকে বৃষ্টি মাখিয়ে এসেছে কে জানে!

বাতাসের আর্দ্রতা গতকাল ছিল ৫০ শতাংশ। আজকে হয়তো আরেকটু কমবে। কিন্তু কমলেই বা কী? তাকে আমরা থোরাই ডরাই। আবহাওয়া অধিদপ্তর বলেছে, দুই দিনের মধ্যে বৃষ্টি হবে। শুধু বৃষ্টি না বজ্রসহ বৃষ্টি হবে। মেঘের কড়কড় শব্দ শোনার জন্য প্রাণ আইটাই করছে।

বলুন তো কখন নামবে এই বৃষ্টি?

শুভ সকাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর