Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০ বছর পর দেখা মিললো বিরল রংধনু সাপের


২৩ ফেব্রুয়ারি ২০২০ ২০:০৫

আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে দেখা মিললো বিরল প্রজাতির রংধনু সাপের। স্থানীয় এক ভ্রমনপিয়াসু ওকালা ন্যাশনাল ফরেস্টে বেড়ানোর সময় সাপটিকে দেখেন। ট্রেসি কাউথেন নামের হাইকার সাপটিকে ক্যামেরাবন্দি করতে ভোলেন নি। বিশেষজ্ঞরা বলছেন, এই রংধনু সাপ গত ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে দেখা যায় নি। খবর সিএনএন।

ট্রেসির তোলা ছবিগুলো ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ ইন্সটিটিউট ফেসবুকে শেয়ার করে লিখেছে, ‘রংধনু সাপ প্রধানত পানিতে থাকতে পছন্দ করে। তাদের আয়ুকালের বেশিরভাগ সময় কাটিয়ে দেয় পানির নিচের জীববৈচিত্রের মধ্যে। একারণে সচারচর এদেরকে চোখে পড়ে না।’

বিজ্ঞাপন

ফ্লোরিডা মিউজিয়াম অব ন্যাশনাল হিস্ট্রির তথ্যমতে ১৯৬৯ সালের পর ম্যারিয়ন কাউন্টিতে এবারই প্রথম দেখা গেছে বাহারি রংয়ের সাপের এই প্রজাতিকে।

মিউজিয়াম আরো জানিয়েছে, রংধনু সাপ নির্বিষ ও নিরীহ।

প্রাপ্তবয়স্ক একটি রংধনু সাপ গড়ে দৈর্ঘ ৩ ফুট ৬ ইঞ্চি পর্যন্ত হয়ে থোকে। ফ্লোরিডা মিউজিয়ামের তথ্য মতে ৫ ফুট ৬ ইঞ্চি দীর্ঘ পর্যন্ত রংধনু সাপ দেখা গেছে।

আর ট্রেসি যেটিকে দেখেছেন সেটার দৈর্ঘ ছিল ৪ ফুট।

ফ্লোরিডা বিচিত্রা রংধনু সাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর