বৃষ্টি এলো রে…
২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০৭
মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর
ওহ বসন্তের ১৪তম দিন আজ এবং অবশেষে নামলো বৃষ্টি!
বৃষ্টি অপেক্ষায় সারা পৃথিবী হা করে বসে ছিল। গত তিন দিন ধরেই ছিল বৃষ্টির আসবে আসবে করছিল অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আসলো আজ ভোরে।
রাতে গরমে হাঁসফাঁস করে অস্থির প্রাণে সকালের দমকা বাতাস আর বজ্রের শব্দ মধুর সুরের মতো বেজেছে। সকাল বেলায় সবাই বেশ আরাম করে ঘুমিয়েছেন।
আকাশে এখনও মেঘ, শুধু মেঘ না কালো কালো কিউমুলনিমবাস মেঘ। বিরাট সম্ভাবনা এটা থেকে বৃষ্টি হবে। আবহাওয়ার পূর্বাভাষও বলছে এ কথা বেলা ১টা থেকে তিনটার মধ্যে আবার বৃষ্টি হবে। তাই একটা ছাতা ব্যাগের চিপা দিয়ে রেখে দেন। কারণ এই বৃষ্টি বৃষ্টি না এখন কয়দিন পর পরি এমন বৃষ্টি নেমে যেতে পারে।
আকাশে মেঘের অবস্থা আকাশের দিকে না তাকালেও বলা যায়। মেঘ সূর্যকে আটকে রেখেছে মেঘ যে আছে তা না বুঝে উপায় আছে? তবে এত বৃষ্টি বাদলের মধ্যে যার কোনো উন্নতি নাই সে হচ্ছে আর্দ্রতা। আজকের আর্দ্রতাও ৩৪-৩৬ শতাংশ। এমনই চলবে যতদিন বসন্ত না যায়!
এত বৃষ্টি হওয়ায় জানে যদিও জল এসেছে, প্রকৃতি হেসে উঠেছে, আমের মুকুলগুলো শক্ত-পোক্ত হয়েছে এখন ওরা দ্রুতই গুটি বেঁধে যাবে। তারপরেও গরম কিন্তু কমেনি। এইসব বৃষ্টি আরও গরম আসার বার্তা দিয়ে যাচ্ছে। বাবা আমের মুকুল গুটি বাধবে ওদের বড় হতে গরম লাগবে না? তাই আজকে গরম সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর বলছে সামনে আরও বৃষ্টি আসছে, মেঘ গুড়গুড় করে অনেক বজ্রও হবে। আজকে সকালে বৃষ্টি হওয়ায় এই বজ্র কারও উপরে পড়েনি। কিন্তু বজ্র থেকে সাবধান। ঝড়ো বাতাস দেখলেই সেধে যেতে হবে নিরাপদ আশ্রয়ে।
শুভ কাটুক আপনাদের বসন্তবেলা। বৃষ্টির মতো প্রশান্তি নামুক জীবনে।
শুভ সকাল!
সারাবাংলা/এমএ