Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাইরাস নিরাপত্তায় চীনে এখন ‘করোনা নাপিত’! (ভিডিওসহ)


৫ মার্চ ২০২০ ১২:৫২

করোনার সময়টা এখন যাচ্ছেতাই। দূরত্ব বাড়ছে সবখানেই। যা দৃশ্যত দেখা মিলছে চীনের এক সেলুনেও। সেখানের নাপিতরা স্থানীয়দের চুল কাটার সময় বজায় রাখছেন নিরাপদ দূরত্ব। লাঠিতে মেশিন বেঁধে চুল ছাঁটছেন মানুষের অথবা কায়দা করে চুলে মাখছেন শ্যাম্পু। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

চীনের সিচুয়ান প্রদেশের এক সেলুনে এমন অদ্ভুতভাবে চুল পরিচর্যার ভিডিও ভাইরাল হয়েছে। সবার নিরাপত্তার কথা ভেবেই এমন উপায় বের করা হয়েছে বলে জানিয়েছেন সেখানের কর্মচারীরা। অনেকেই এই ব্যবস্থার প্রশংসা করছেন। আবার কেউ কেউ নিজেদের অনাগ্রহ দেখিয়েছেন।

অনলাইনে একজন মন্তব্য করেছেন, ‘নাপিতরা নিজেদের পেইন্টার ভাবছেন হয়তো !

আরও পড়ুন:- ভাইরাস থেকে বাঁচতে চীনে মাস্ক পরছে পোষা প্রাণী

এর আগে করোনাভাইরাস আতঙ্কে চীনে পোষা প্রাণীদের মাস্ক পরানোর ছবি আলোচনায় আসে। সেইসঙ্গে বিড়াল ও কুকুরের মুখে প্লাস্টিক ব্যাগ, পেপার কাপস ও মোজা গুঁজে দেওয়ার মতো ছবিগুলো জন্ম দেয় সমালোচনার।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত ৩ হাজার ২শ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৯৫ হাজারের বেশি। ভাইরাস ছড়িয়েছে বিশ্বের ৭৫টিরও বেশি দেশে।

করোনাভাইরাস চীন চুল কাটা নাপিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর