সূর্যের ছক্কা পেটানোর দিন
২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২২
মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর
ফাল্গুনের আজ ১৬ তম দিন। দ্বিতীয় ভাগে এসে ফাগুনের ভোল-চাল একটু আলাদাই। দিন বড় হয়ে গিয়েছে, সকালের সঙ্গে পাল্লা দিয়ে সকাল সকাল উঠা এখন বেশ দুষ্কর।
আজ সূর্য উঠেছে সকাল ৬টা ২২ মিনিটে। সূর্যের আজও বেশ তেজ। আকাশে মেঘ কম, যাও আছে সেগুলোও কোনো কাজের মেঘ না। না আছে ছায়া, না আছে বৃষ্টি। পুরোই চেহারা সর্বস্ব মেঘ। সেই সুযোগে সূর্যে বিকাল ৬টা ১ পর্যন্ত ১১ ঘণ্টা ৩৯ মিনিট ক্রিজে থেকে একদম ক্রিজ গেইলের মতো পিটাবে। তার আজকে আউট হওয়ার কোনোই সম্ভাবনা নেই।
আজকে সূর্যের অতিবেগুনী রশ্মিও তাই কোনো ভয় নেই। জয় তার নিশ্চিত। সে সকাল ৯টা বাজেই ইনডেক্সে তার পরিমাণ থাকবে ৩, বেলা ১২টায় হবে ৭! দুপুর দুইটায় একটু যদি কমে তাহলে হবে ৫। এগুলো তো কিছুই না। সকালেই চোখ বরাবর উঠে বসে ছিল আজ। বেলা পরে গেলেও গা জ্বালানো গরম থাকবে!
বাতাসের আর্দ্রতা বরাবরের মতো কম, আজকেও ৩৭ শতাংশ। বাতাসও একটু কম কম আছে ৭ কিলোমিটার প্রতি ঘণ্টা।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। তবে শরীরে গরমের অনুভূতি কাগুজে সংখ্যার চেয়ে বেশি হবে। এ নিয়ে ভাবার কিছু নেই। গরমকাল এসে গিয়েছে এটার জন্য যত দ্রুত মনকে বুঝিয়ে ফেলা যায় তত ভালো। সামনে আরও গরমের দিন আসছে।
২ তারিখ রাতে পূর্ণিমা। আজকেই মোটামুটি বড় একটা চাঁদ আকাশে দেখা যাবে। চাঁদ দেখে দেখেই সুন্দর কেটে যাক আজকের দিনটি।
শুভ সকাল!
সারাবাংলা/এমএ