বসন্ত বাতাসে উড়ে আসা মেঘ
৩ মার্চ ২০১৮ ১০:২০
মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর
বসন্তের ফুল ফুটে ফুটে জানান দিচ্ছে বসন্ত, বসন্তের বাতাস মেঘ উড়িয়ে এনে আমাদের অংশের আকাশ ধূসর করে দিয়েছে। মেঘ বলছে বৃষ্টি হতে পারে।
সকালে উঠে প্রায় সবারই হয়তো মনে হয়েছে বৃষ্টি হয়েছে। কোথাও হয়তো হয়েছেও, কিন্তু বৃষ্টি হোক কি হোক, বৃষ্টি নামানোর মেঘ আমাদের আকাশের সীমান্তে চলে এসেছে। এখন বৃষ্টি যদি নাও হয় বেশ বৃষ্টি ভেজা বাতাস প্রাণের আরাম দিবে!
এই বৃষ্টির কাছে অবশ্য খুব বেশি কিছু আশা করবেন না। আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে কাল থেকেই শুরু হবে জীবন তামা তামা করা গরম। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, কাল থেকে এটা আরও বাড়বে। ভরসার কথা বাতাসের বেগ অনেক বেশি কমে ঘণ্টায় ১৩ কিলোমিটার বাড়লে ১৭ কিলোমিটার।
বাতাসের আর্দ্রতা কম ছিল কমই আছে। সকালের দিকে একটু বেশি ৭৭ শতাংশ। তবে বেলা বাড়তে বাড়তে ২৫ শতাংশ হয়ে যেতে পারে। হালকা ময়েশ্চারাইজার লাগবেই লাগবে।
আকাশের মেঘ আসা যাওয়া করবে, মেঘের ভরসায় সানস্ক্রিন না মেখে বের হওয়ার বোকামি করা ঠিক হবে না। তবে বুদ্ধি করে ছাতা নিয়ে অবশ্যই বের হবেন। মেঘের কোনো ভরসা আছে? সে তো খেয়ালের বাদশা! যদি ঝরে যেতে মর্জি হয় তার!
কাল থেকেই আবার রবিবার, ছুটে চলা অবিরত। কী আর করা। আজকের দিনটাই না হয় উপভোগ করে নিন প্রাণ ভরে!
সারাবাংলা/এমএ