আগুনে পুড়েও জয় হোক
৪ মার্চ ২০১৮ ১০:১৩
মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর
ফাগুনের ২০ তম দিন আজ। ফাগুনের আগুন আস্তে আস্তে বাড়ছে। এখন শুধুই আগুন আগুন গরমের খবর। সকালে ৬টা ১৮তে সূর্য উঠে। উঠেই সূর্য রেগে টং! আজকে সে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আগুন ছড়ানোর প্রত্যয় নিয়ে উঠেছে।
আজ যদি গরম একটু কম লাগেও রাত্রের দিকে ২২ ডিগ্রি সেলসিয়াসের কম লাগবে না। তবে এগুলা শুধু বলার কথা, শরীরে গরমের অনুভূতি অনেক অনেক বেশি হবে। ঘাম হবে। একটু হাঁটলেই হাঁপ লাগবে। আর এতদিন শুধু প্রকৃতি আমাদের শরীরের পানি শুষে খেত তো এখন সূর্যও খাবে।
তবে বাতাসও শুষ্ক আছে। সকালের দিকে একটু আর্দ্রতা বেশি থাকছে। আজকে ৭৭ শতাংশ, কারণ সকালের দিকে এখনও কুয়াশা পড়ছে। এই যা শীতের নিশানা আছে। বাকি তো দিন ভরে গরম বিকাল নাগাত শুষ্কতাও অনেক ২৫-২৬ শতাংশ হয়ে যাবে।
আকাশে মেঘ বলতে গেলে নেই। ফলে মেঘের ছায়াও নেই, বৃষ্টির সম্ভাবনাও নেই। তবে খুব ভেজা ভেজা বাতাসের অনুভূতি আছে। বাতাসের বেগও আগের চেয়ে বেড়েছে ১৩ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
ফাগুনের এই মিষ্টি বাতাসের গরম দিনটিতে খুব সাবধানে কাটুক। অনেক পানি খেতে হবে। পোশাক হালকা সুতির পরলে ভালো। যদি এসির মধ্যেও থাকা পরে তারপরেও অনেক পানি খেতে হবে। এসি শরীরকে আরও শুষ্ক করে দেয়। আর সূর্যের পোড়া থেকে রক্ষা পেতে তো সানস্ক্রিন মাখতেই হবে।
মার্চের আগুন নানানভাবে পোড়ায়। তবে জাতিগত ভাবে মার্চকে জয় করার প্রত্যয় আমরা রক্তে নিয়ে ঘুরি। সকল আগুনে পুড়ে জীবন শুদ্ধ হোক, ঋদ্ধ হোক, জয় হোক!
সারাবাংলা/এমএ