হাতির ‘রাজা’ বেঞ্জামিন
২৫ জুন ২০২০ ২১:৫৪
তিনি ছুটছেন বনের দিকে। হাত দিয়ে ইশারা করছেন একদল হাতিকে। তারাও অনুসরণ করছে তাকে। এ যেন রাজার নেতৃত্বকে অনুসরণ। সম্প্রতি এমনই এক দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি আফ্রিকার কেনিয়ায়।
https://twitter.com/susantananda3/status/1275664550432509952
ফেসবুকে শেলড্রিক ওয়াইল্ডলাইফ ট্রাস্টের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, ৩৮টি হাতির একটি দলকে শিস দিয়ে জঙ্গলের দিকে নির্দেশ করছেন এক ব্যক্তি। তাকে অনুসরণ করে জঙ্গলের দিকে ছুটছে হাতির দল। তবে এই ছোটাও বিশৃঙ্খলভাবে নয় বরং অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে। ভিডিওটি নেট দুনিয়ায় সাড়া ফেলেছে।
ভারতের আইএফএস অফিসারের কর্মকর্তা সুশান্ত নন্দ ভিডিওটি শেয়ার দিয়ে লিখেন, এই হাতিগুলো অনাথ। হাতিগুলোকে ছোট থেকেই এমন শিক্ষা দিয়ে বড় করেছেন বেঞ্জামিন নামের এই মাহুত।