Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘ-সূর্যের লুকোচুরিতে দিনভর বৃষ্টির সম্ভাবনা


২৭ জুলাই ২০২০ ১৩:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মানুষের মন আর আকাশ নাকি বড় অদ্ভুত। কখন কি হবে বলা মুশকিল। এই ভালো তো এই খারাপ! তো, আজও তেমনি একটি দিন। কখনও আকাশ সূর্যের আলোয় ঝলমল করবে আবার কখনও কালো মেঘে ছেয়ে যাবে। ফলে দিনভর থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক সারাবাংলাকে জানান, গত কয়েকদিনের মত আজও রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কখনও আকাশ একেবারেই মেঘমুক্ত থাকবে, আবার কখনও মেঘাচ্ছন্ন হবে। বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, সাধারণত বর্ষা মৌসুমে এমনটা হয়ে থাকে। আজকের তাপমাত্রা ৩৩-৩৫ ডিগ্রি থাকবে। তবে ভ্যাপসা গরমের কারণে এই তাপমাত্রা ৩৮ ডিগ্রি পর্যন্ত অনুভূত হতে পারে। সিলেট, রাজশাহী ও রংপুর এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি থাকবে। তবে দেশের নদী বন্দরগুলোর জন্য তেমন কোন সতর্কবার্তা নেই। স্থানীয় ১ নং সতর্কবার্তা বহাল থাকবে।

আবহাওয়া অধিদফতর টপ নিউজ বৃষ্টির সম্ভাবনা মেঘ বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর