Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ু দূষণে বাংলাদেশে মানুষের আয়ু কমছে ৭ বছর


২৯ জুলাই ২০২০ ০৪:৪৪

বায়ু দূষণের কারণে বাংলাদেশে মানুষের গড়ে ৭ বছর আয়ু কমছে। একই কারণে সারা বিশ্বে মানুষের আয়ু কমছে গড়ে ২ বছর। ইউনিভার্সিটি অব শিকাগোর এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ওই সমীক্ষা অনুযায়ী ২৩৪ দেশের মধ্যে সবচেয়ে দূষিত বায়ু বাংলাদেশের। দেশের প্রায় প্রতিটি অঞ্চলেই দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহনীয় মাত্রা ছাড়িয়েছে।  বাংলাদেশের সবচেয়ে দূষিত বায়ু ঢাকা এবং খুলনা অঞ্চলে। ওই দুই অঞ্চলে বসবাসরত মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনের ৮ গুণ বেশি দূষিত বায়ুতে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।

বিজ্ঞাপন

গত ২০ বছরে (১৯৯৮-২০১৮) সাল পর্যন্ত বায়ুতে ভাসমান পিএম-২.৫ অর্থাৎ ২ দশমিক ৫ মাইক্রোমিটারের ছোট পদার্থের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করেছে ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট। এতে দেখা যায় বাংলাদেশের বায়ু সবচেয়ে দূষিত। ফলে বাংলাদেশের মানুষের আয়ুক্ষয়ও হচ্ছে সবচেয়ে বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারত। সেদেশে বায়ু দূষণে মানুষের আয়ু কমছে ৫ দশমিক ২ বছর। দূষিত বায়ুর তালিকায় তিন, চার ও পাঁচ স্থানে রয়েছে যথাক্রমে নেপাল, সিঙ্গাপুর ও পাকিস্তান।

মঙ্গলবার (২৮ জুলাই) ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়ার পরিচালক অনন্ত সুদর্শন এসব তথ্য তুলে ধরেন।

ওই সমীক্ষায় দেখানো হয়েছে- দক্ষিণ এশিয়ায় গত দুই দশকে বায়ু দূষণের মাত্রা মারাত্মক হারে বেড়েছে। ১৯৯৮ থেকে ২০১৮ সাল দুই দশকে দক্ষিণ এশিয়ায় বায়ু দূষণ বেড়েছে ৪৪ শতাংশ।

বিশ্বজুড়ে বাতাসে পিএম-২.৫ বায়ু কণার ২৫ শতাংশ সরবরাহ করছে যানবাহন। ২০ শতাংশ আসছে কাঠ ও কয়লা পোড়ানোর কারণে। এছাড়া বায়ুতে ১৫ শতাংশ অতি সূক্ষ্ম পদার্থের জন্য দায়ী বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য শিল্প কারখানা।

বিজ্ঞাপন

বায়ু দূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর