Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মহত্যার ইচ্ছা থেকে বাঁচায় স্প্রে, যুক্তরাষ্ট্রে অনুমোদন


৫ আগস্ট ২০২০ ০৪:৪৯ | আপডেট: ৫ আগস্ট ২০২০ ১১:৪৩

আত্মহত্যার ইচ্ছা দূর করে এমন একটি স্প্রে অনুমোদিত হলো যুক্তরাষ্ট্রে। স্প্রেভেটো নামের ওই স্প্রেটি অবসাদ দূর করে আত্মহত্যা থেকে রোগীকে বাঁচায়। নাকে ব্যবহারের এই স্প্রে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন দিয়েছে।

সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতিতে অনেকের জীবন অসহনীয় হয়ে ওঠেছে। অবসাদ বাড়ায় আত্মহত্যার দিকেও ঝুঁকছেন অনেকেই। এ পরিস্থিতি মোকাবিলায় ওষুধ হিসেবে ব্যবহারের জন্য স্প্রেভেটো অনুমোদন দিল মার্কিন কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া স্প্রেভেটোই একমাত্র ওষুধ যা ২৪ ঘণ্টার মধ্যে অবসাদজনিত কারণে আত্মহত্যার প্রবণতা থেকে মুক্ত করে রোগীকে। ক্লিনিক্যাল ট্রায়ালে স্প্রেটি অনেক রোগীর ক্ষেত্রে মাত্র ৪ ঘণ্টার মধ্যেই কাজ করা শুরু করে বলে দাবি করা হচ্ছে। ফলে এ স্প্রেটিকে অবসাদের বিরুদ্ধে র‍্যাপিড ড্রাগ বলা হচ্ছে।

টপ নিউজ স্প্রেভেটো