Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গান্ধীর চশমা কোটি টাকায় বিক্রি


২২ আগস্ট ২০২০ ২০:০৯

ভারতের স্বাধীনতার জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর এক জোড়া চশমা ২ লাখ ৬০ হাজার (প্রায় আড়াই কোটি টাকা) পাউন্ড মূল্যে নিলামে বিক্রি হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) টেলিফোন নিলামে এক আমেরিকান সংগ্রাহক চশমা জোড়া কিনে নেন।

যুক্তরাজ্যের ইস্ট ব্রিস্টল অকশন হাউজ গান্ধীর এই চশমা জোড়া নিলামে তুলে। নিলামকারী আন্ড্রু স্টো বলেন, ইস্ট ব্রিস্টল অকশন হাউজের জন্য এটি সর্বোচ্চ দামে বিক্রির নতুন রেকর্ড। আমরা ভেবেছিলাম চশমা জোড়া সর্বোচ্চ ১৫ হাজার পাউন্ডে বিক্রি হতে পারে কিন্তু তা প্রায় ২ লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হলো।

বিজ্ঞাপন

অ্যান্ড্রু স্টো জানান, গান্ধীর চশমা জোড়ার মালিক ব্রিটেনের ম্যাঙ্গোসফিল্ড এলাকার এক ব্যক্তি। এটি তার বাসায় ৫০ বছরের বেশি সময় ধরে পড়েছিল।গত কয়েক দিন আগে বাসা পরিষ্কারের সময় তিনি এ চশমার সন্ধান পান।

ওই ব্যক্তির এক আত্মীয় দক্ষিণ আফ্রিকায় গান্ধীর সঙ্গে সাক্ষাতের সময় এ চশমা সংগ্রহ করেছিলেন।

গান্ধী চশমা

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর