Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমান বেতন পাবেন ব্রাজিলের নারী ও পুরুষ ফুটবলাররা


৩ সেপ্টেম্বর ২০২০ ১৬:২৪ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:১৪

জাতীয় দলের নারী ফুটবলাররা পুরুষদের সমান বেতন পাবেন বলে এক সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের ফুটবল সংস্থা (সিবিএফ)। সিবিএফ জানিয়েছে- নেইমার, এলিসনদের সমান বেতন পাবেন মার্তা, ফর্মিগারাও।

সিবিএফ এর প্রেসিডেন্ট রোজেরিও কাবক্লো বলেন, জাতীয় দলে ডাক পাওয়ার পর একজন পুরুষ ফুটবলার যত সুযোগ সুবিধা ও বেতন পাবেন এখন থেকে নারীরা ফুটবলারও ঠিক তাই পাবেন। গত মার্চে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।

ব্রাজিল নারী ফুটবল দলের কোচ পিয়া সান্দাগো এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করে সিবিএফ’কে ধন্যবাদ জানান। তিনি বলেন, এমন সিদ্ধান্তের অংশ হতে পেরে আমরা গর্বিত।

উল্লেখ্য, এর আগে শুধু অস্ট্রেলিয়া, নরওয়ে এবং নিউজিল্যান্ডে পুরুষ ও নারী জাতীয় দলের ফুটবলাররা এই সুবিধা পেতো। তবে ফুটবলে সবচেয়ে বড় নারী তারকারা যে অংকের বেতন পান তার চেয়ে মেসি-রোনালদোরা অন্তত ১০০ গুন বেশি বেতন পেয়ে থাকেন। উল্লেখ্য, এর আগে গত বছর ব্রাজিলের পেশাদার ফুটবল লিগে নারী ও পুরুষ খেলোয়াড়দের বেতন সমান করার সিদ্ধান্ত নিয়েছিলো সিবিএফ।

টপ নিউজ ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর