Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরেই গেলো জলজ দানবগুলো


২২ সেপ্টেম্বর ২০২০ ১৫:৪৮

অস্ট্রেলিয়ার তাসমানিয়া অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় আটকে পড়া ২৭০টি তিমির প্রায় এক তৃতীয়াংশের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মৃত্যু ঝুঁকিতে থাকা এসব তিমির মধ্যে অন্তত ৯০টি মারা গেছে। বাকিগুলোর জীবনও রয়েছে চরম অনিশ্চয়তায়। সোমবার (২১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার তাসমানিয়ার পশ্চিম উপকূলে আটকে পড়া এসব তিমির সন্ধান মেলে।

উদ্ধারকারী দলের সদস্যদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ২০টি তিমিকে উদ্ধার করা হয়েছে। বাকি তিমিগুলোকেও উদ্ধার করে গভীর সমুদ্রে ফিরিয়ে দেওয়ার কাজ চলছে।

বিজ্ঞাপন

তাসমানিয়ান মেরিটাইম কনসারভেশন প্রোগ্রাম এর বিজ্ঞানীরা জানিয়েছেন, দ্বীপের ম্যাককুয়েরি হেডস এলাকায় তিনটি দলে তিমিগুলোকে পাওয়া গেছে। উদ্ধারকারীরা দেখতে পান প্রায় ২০০টি তিমি ওই অঞ্চলের সমুদ্র সৈকতের বালুতে আটকা পড়ে আছে। এছাড়া কয়েক কিলোমিটার দূরে আরও দুটি দলে পাওয়া যায় তিমিগুলোকে। উল্লেখ্য, সমুদ্রের ওই এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় আটকে পড়া তিমিগুলোকে উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।

জীববিজ্ঞানীরা জানিয়েছেন, এসব পাইলট তিমি কী কারণে উপকূলীয় অঞ্চলে আসলো তার কারণ এখনও জানা যায়নি। মঙ্গলবার সকাল থেকেই ৪০ জনের একটি উদ্ধারকারী দল এসব তিমি উদ্ধারে কাজ করছে।

পাইলট তিমি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর