Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্রোপচারের সময় মেয়ের মৃত্যু, চিকিৎসক বাবার আত্মহত্যা


৩ অক্টোবর ২০২০ ১৪:৫৪

৭ বছর বয়েসি কন্যা সন্তানের অস্ত্রোপচার নিজেই করছিলেন ভারতের অর্থোপেডিক সার্জন ডা. অনুপ কৃষ্ণা। কিন্তু অস্ত্রোপচারের সময় সন্তানের মৃত্যু হয়। সামাজিক মাধ্যমে প্রচার হয়— তিনি ভুল চিকিৎসা করে নিজের সন্তানকে মেরে ফেলেছেন। এ অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন ডা. অনুপ কৃষ্ণা। ভারতের কেরেলা রাজ্যে এ ঘটনাটি ঘটে।

৩৫ বছর বয়েসি ডা. অনুপ কৃষ্ণা অনুপ অর্থো কেয়ার নামের একটি হাসপাতাল পরিচালনা করেন। মেয়ের মৃত্যুর কয়েক দিন পর তার বাড়ির বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন। বাথরুমের দেওয়ালে ‘সরি’ লেখা ছিলো।

বিজ্ঞাপন

গত ২৩ সেপ্টেম্বর মেয়ের অস্ত্রোপচার করছিলেন ডা. অনুপ কৃষ্ণা। অস্ত্রোপচারের সময় তার মেয়ে মারা যায়।  কোল্লাম জেলার কিলিকোল্লু পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, এক সপ্তাহে আগে তার মেয়ের মৃত্যু হয়। এখন তদন্ত করে দেখা হবে, এই আত্মহত্যার পেছনে সামাজিক মাধ্যমে হয়রানি দায়ী কি না। হিন্দুস্তান টাইমসের খবর।

কেরেলা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর