কাদাটে মেঘের চ্যাটচ্যাটে দিন
১২ এপ্রিল ২০১৮ ০৯:৪৮
।। মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর ।।
বসন্তের যাওয়ার বেলা হয়েই এলো। যাবার অভিমানেই কিনা আকাশের আজও মুখ ভার, টুকরো টুকরো কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে আকাশময়।
চৈত্রের আজ ৩০ তারিখ। কাল বাদে পরশু পহেলা বৈশাখ। আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে আগামী কালবৈশাখীটা আসবে পহেলা বৈশাখের দিন বিকেলে। আজ যারা বৈশাখ উপলক্ষে কেনাকাটা করছেন তারা পোশাক বাছার সময় এই তথ্যটা মনে রাখতে পারেন।
কাল রাতের বৃষ্টির পর থেকে বাতাসের আর্দ্রতা বেশ বেশি। ৭০ শতাংশের নিচে তো নামবেই নাই ৯০ শতাংশের উপরে উঠে যেতে পারে। ফলে ঘাম তো হবেই, সে ঘাম না শুকিয়ে শরীরে একটা চ্যাটচ্যাটে অনুভূতি দিয়ে যাবে। সঙ্গে রুমাল টিস্যু রাখা তাই আজ অত্যাবশ্যক।
তাপমাত্রা আজকেও ৩৩ ডিগ্রি পর্যন্ত যাবে তবে আর্দ্রতা বেশি থাকায় শরীরের অনুভব ৩৩ ডিগ্রির চেয়ে অনেক বেশিই হবে।
প্রচুর ঘাম হওয়ার কারণে আর শরীর থেকে পানি এবং খনিজ পদার্থ বের হয়ে যেতে পারে। এই অভাব পূরণ করতে অনেক পানি খেতে হবে সঙ্গে তরমুজ, আনারস, ডাব এগুলোও খেতে হবে।
বাংলা বছরের শেষটুকু সবার নিরাপদে কাটুক।
সারাবাংলা/এমএ/টিএম