Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় হয়ে দেশের সেবা করবে, সেঁজুতির চিঠির জবাবে শেখ হাসিনা


২২ এপ্রিল ২০১৮ ২০:৫০

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে সে চিঠির জবাব পেলো দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী সৈয়দা রওনক জাহান সেঁজুতি।
প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছিলো সেঁজুতি নামের শিশুটি। আর তার উত্তরও পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুটি চিঠির বিষয়ে সত্যতা নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। আর প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

সৈয়দা রওনক জাহান সেঁজুতি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। সে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরা পাড়া গ্রামে বাবা-মায়ের সঙ্গে থাকে। কিছুদিন আগে তার দাদু মারা যায়। দাদুকে হারিয়ে ভীষণ মন খারাপ সেঁজুতির। আর টেলিভিশনে দেখে সেঁজুতি তার হারানো দাদুকে খুঁজে পায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে। তাই মনের কথা খুলে বলতে সেঁজুতি গত মাসের ২৫ তারিখ প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি লেখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেঁজুতির চিঠি পাওয়ার পর তার জবাবও দেন চলতি মাসের ১২ তারিখ।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সেঁজুতি তার চিঠিতে লিখেছিলো- দাদুকে হারিয়ে আমি ভালো নেই। তোমার মুখ আমার দাদুর মুখের মত। বিশেষ করে তোমার নাক আমার দাদুর নাকের মত। তাই আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে টিভিতে দেখলে আমার দাদুর কথা মনে পড়ে।’

সেঁজুতি প্রধানমন্ত্রীকে তার বাসায় যাওয়ারও দাওয়াত দেয় চিঠিতে।

সেঁজুতির চিঠির জবাবে প্রধানমন্ত্রী লেখেন- তোমার লেখা চিঠি পেয়েছি। আমার স্নেহ ও শুভেচ্ছা গ্রহণ কর। আশা করি তুমি বাবা-মা, বন্ধুদের নিয়ে খুব ভালো আছ। তোমার চিঠিটি আমি কয়েকবার পড়েছি। তোমার দাদুর জন্য দোয়া করেছি। তোমার দাদুকে মহান আল্লাহ রাব্বুল আ’লামীন বেহেশত নসীব করুন। তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এবং স্কুলে যাবে। বাবা-মার কথা শুনবে এবং বড় হয়ে দেশের সেবা করবে। তোমার জন্য আমার একটা ছবি পাঠালাম। অনেক অনেক দোয়া আর আদর রইল।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর