Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ১৯৭০: বিশ্বকাপকে যেবার চিরতরে নিজের করে নিয়েছিল ব্রাজিল

ফিচার ডেস্ক
২১ নভেম্বর ২০২২ ১৩:০০ | আপডেট: ২১ নভেম্বর ২০২২ ২০:৫৪

বিশ্বকাপ ১৯৭০ ফাইনালের পরিসংখ্যান

১৯৩০ সালে শুরু হওয়া বিশ্বকাপ প্রতি চার বছর পর পর যে দল জিততো সে দল নিজেদের দেশে নিয়ে যেতো।

চার বছর বাদে একটি নির্দিষ্ট সময়ে ফিফা কাপটি ফেরত এনে আবার বিশ্বকাপ শুরু করতো।

তখন বিশ্বকাপের ক্ষেত্রে ছিলো কিছু বিশেষ নিয়মকানুনও।

ফিফার একটি নিয়ম এমন ছিল যে কোনো দল যদি তিনবার কাপটি জিতে তাহলে কাপটি চিরতরে সেই দেশের হবে।

১৯৭০- এর মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিল তৃতীয় ফিফা বিশ্বকাপ জয় করে বিশ্বকাপকে চিরতরে নিজের করে নিয়েছিল।

যদিও সেবারের বিশ্বকাপে ফাইনালিস্ট দুই দলের সামনেই ছিলো একই সুযোগ।

১৯৭০ সালে ব্রাজিলের হ্যাটট্রিক বিশ্বকাপ জয়ের আসর বসেছিল মেক্সিকোতে।

বিজ্ঞাপন

এ বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাছাইপর্ব থেকেই আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো বিশ্বসেরা দলগুলোর বাদ পড়ে যাওয়া।

পেলে ও জেয়াজিনহোকে নিয়ে শুরু থেকেই ব্রাজিল ছিল এই আসরের ফেভারেট।

ফেভারেটের মতোই এই বিশ্বকাপে ব্রাজিল কোনো ম্যাচ হারেনি। আর জেয়াজিনহো প্রতিটি ম্যাচেই গোল করেছিলেন।

যথারীতি ফাইনালে ওঠে ব্রাজিল ও ইতালি। ইতালিকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল আর কাপটিও চিরকালের জন্য নিজের করে নেয়।

নিজের চতুর্থ বিশ্বকাপে এসে গোল্ডেন বল জয় করেন ব্রাজিলের হয়ে তিন বিশ্বকাপজয়ী পেলে।

জুলে রিমে কাপ চিরতরে নিজেদের দেশে নেওয়ার বিরল সম্মানটি জিতেও কাপটি বেশিদিন নিজেদের কাছে রাখতে পারেনি ব্রাজিল।

১৯৮৩ সালে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের ডিসপ্লে কেবিনেট থেকে এই কাপ চুরি হয়ে যায়।

ফ্রান্সের নকশাকার আবেল লেফলয়োরের ডিজাইনের সেই কাপটিকে আর কখনও খুঁজে পাওয়া যায়নি।

অনেকেরই ধারণা, ঐতিহাসিক কাপটিকে গলিয়ে বিক্রি করে দিয়েছিল চোরাকারবারিরা।

ছবি: ফিফা ও গোল ডট কম

সারাবাংলা/এসবিডিই/এএসজি