বিশ্বকাপ ১৯৭৮: বিতর্কের বিশ্বকাপে আর্জেন্টিনার অপেক্ষার অবসান
২১ নভেম্বর ২০২২ ১৭:৪৯
বিশ্বকাপ ১৯৭৮ ফাইনালের পরিসংখ্যান
আটাত্তরের বিশ্বকাপ যেন চৌত্রিশের বিশ্বকাপের মতোই।
বলা হয় স্বৈরশাসক বেনিতো মুসোলিনি ইতালিকে তাদের প্রথম বিশ্বকাপ এনে দিয়েছিল, আর আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছিল কুখ্যাত জান্তা জেনারেল ভিদেলো।
কি হয়নি সেবারের বিশ্বকাপে! বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধানকে গুম খুন, প্রতিপক্ষের খেলোয়াড় ও রেফারিকে হুমকি ও ঘুষ, খেলোয়াড়দের শক্তিবর্ধক ওষুধ গ্রহণ, নির্লজ্জ রেফারিং, ম্যাচ পাতানো, মিডিয়াকে চাপ দেওয়া -সব মিলিয়ে আর্জেন্টিনার আয়োজিত বিশ্বকাপ যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছিল।
দুই প্রথিতযশা ফুটবলার জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, পল ব্রেইটনার ও নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুইফ সামরিক জান্তার গুম–খুনের প্রতিবাদে সেবারের বিশ্বকাপ বর্জন করেন।
আর্জেন্টিনা কোনোভাবেই আটাত্তরের বিশ্বকাপে ফেভারেট ছিল না।
এর উপর ১৮ বছর বয়সী তরুণ স্ট্রাইকার দিয়াগো ম্যারাডোনাকে বিশ্বকাপের দলে না রাখায় অনেকে ছিলেন ক্ষুব্ধ।
তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রথম রাউন্ড পারের পরও ফাইনালে পৌঁছে যায় দলটি।
১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা।
কিন্তু সেবার উরুগুয়ের কাছে হেরে শিরোপা ছুঁতে ব্যর্থ হয় তারা।
নেদারল্যান্ডসের আরেকটি হৃদয় ভাঙা হার দিয়ে চার যুগের অপেক্ষার অবসান হয় আর্জেন্টিনার।
মারিও ক্যাম্পেসের জোড়া গোলে ডাচদের হারায় ৩-১ গোলে।
বিশ্বকাপের প্রথম আসরের ফাইনালিস্টরা প্রথম শিরোপার স্বাদ পায় ৪৮ বছর পরে ১৯৭৮ সালে, নিজের মাঠে।
ছবি: ফিফা ও গোল ডট কম
সারাবাংলা/এসবিডিই/এএসজি
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ ছবিতে গল্প ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ১৯৭৮: বিতর্কের বিশ্বকাপে আর্জেন্টিনার অপেক্ষার অবসান বিশ্বকাপ ২০২২