Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ১৯৮২: ব্রাজিলকে কাঁদিয়ে নীলে রঙিন যে বিশ্বকাপ

ফিচার ডেস্ক
২১ নভেম্বর ২০২২ ১৮:১২ | আপডেট: ২১ নভেম্বর ২০২২ ২০:৫৩

বিশ্বকাপ ১৯৮২ ফাইনালের পরিসংখ্যান

১৯৮২-তে স্পেন আসর দিয়ে লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ ফেরে ইউরোপে।

শুধু খেলার ভেন্যু পরিবর্তনই নয়, এই বিশ্বকাপ দিয়ে লাতিন আমেরিকা থেকে ফিফা কাপও ফিরে আসে ইউরোপে।

পশ্চিম জার্মানিকে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জিতে বিশ্বকাপের সফলতম দলের তালিকায় ব্রাজিলের পাশে বসে ইতালি।

এবারই প্রথম ১৬টি দলে পরিবর্তে প্রথমবারের মত ২৪টি দল নিয়ে বিশ্বকাপ এর মূলপর্ব অনুষ্ঠিত হয়।

বিরাশির বিশ্বকাপে ইতালি আর ব্রাজিল ছিল ফেভারেট।

পাওলো রসির কাঁধে চেপে সেবার ইতালির যেন জয়যাত্রা চলছিল।

অপরদিকে ব্রাজিল দলে ছিল জিকো, জুনিয়র, সক্রেটিসের মতো মহাতারকারা।

একই গ্রুপে পড়ে ইতালির কারণে সেবার বিশ্বকাপের সেমিতে ওঠা হয়নি ব্রাজিলের অন্যতম সেরা বিশ্বকাপ দলটির।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ৩-১ গোলে পোল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট পায় ইতালি।

অন্যদিকে পশ্চিম জার্মানি ও ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত হয় আরেকটি মহাকাব্যিক সেমিফাইনাল।

নির্ধারিত সময়, টাইব্রেকার কোনোটিতেই খেলার ভাগ্য নির্ধারিত না হওয়ায় ‘সাডেন ডেথ’ পদ্ধতি বেছে নিতে হয়।

উত্তেজনায় ঠাসা সেই ম্যাচে পশ্চিম জার্মানি ৮-৭ গোলে জিতে ফাইনালে ওঠে।

ফাইনাল ম্যাচটি অবশ্য একপেশেই হয়েছিল সেবার।

পুরো প্রথমার্ধ গোলের অপেক্ষায় কাটার পর ৩-১ গোলে বিশ্বকাপের তৃতীয় শিরোপা জিতে ইতালি।

৬টি গোল দিয়ে ইটালির পাওলো রসি সর্বোচ্চ গোলদাতা ও গোল্ডেন বল জয়ী হন।

ছবি: ফিফা ও গোল ডট কম

সারাবাংলা/এসবিডিই/এএসজি

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ ছবিতে গল্প ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ১৯৮২: ব্রাজিলকে কাঁদিয়ে নীলে রঙিন যে বিশ্বকাপ বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর