Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ১৯৯০: ম্যারাডোনার কান্নার বিশ্বকাপে জার্মানির প্রতিশোধ

ফিচার ডেস্ক
২১ নভেম্বর ২০২২ ১৯:২৫

বিশ্বকাপ ১৯৯০ ফাইনালের পরিসংখ্যান

নব্বইয়ের বিশ্বকাপের কথা বললেই অনেকের চোখে ভাসবে ফাইনালে মাঠে ম্যারাডোনার চোখ মোছা আর জার্মান খেলোয়াড়দের দৃঢ়প্রতিজ্ঞ চোয়াল।

ইতালিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপের ফাইনাল যেন ছিল ছিয়াশির বিশ্বকাপের প্রতিরূপ।

দুটি আলাদা আলাদা বিশ্বকাপ। বিশ্বকাপের ফাইনালের মঞ্চ। মঞ্চের দুই প্রতিপক্ষও এক।

আগের বিশ্বকাপেই পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।

এবারও বিশ্বকাপের ফাইনালে পরস্পর মুখোমুখি এই দুই দেশ।

তবে এবার আর দিয়েগো ম্যারাডোনার হাতে উঠলো না পরম কাঙ্খিত সোনালি ট্রফিটা।

বিশ্বকাপের এই আসরটি বসেছিল ছন্দময় ফুটবলের দেশ ইটালিতে।

ফাইনালের আগে একের পর এক খেলোয়াড়ের নিষেধাজ্ঞা আর চোট- এমনিতেই ব্যাকফুটে ছিল আর্জেন্টিনা।

মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো মহাগুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে দুই আর্জেন্টাইন ফুটবলারের লালকার্ড ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে ফেলেছিল দলটিকে।

শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে শিরোপা উল্লাস করে পশ্চিম জার্মানি।

এরপরই রোমের অলিম্পিক স্টেডিয়ামে কান্নায় ভেঙে পড়েন ‘ফুটবল ঈশ্বর’ দিয়েগো ম্যারাডোনা।

অন্যদিকে ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের জন্য এই বিশ্বকাপটি ছিল অনন্য ইতিহাস সৃষ্টির।

তিনি ১৯৭৪ সালের দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন খেলোয়াড় হিসেবে।

আর ১৯৯০ সালে পশ্চিম জার্মানিকে বিশ্বকাপ এনে দেন কোচ হিসেবে।

এই বিশ্বকাপে গোল্ডেন বল জয় করেন ইতালির খেলোয়াড় সালভাতর শিলাচ্চি।

ছবি: ফিফা ও গোল ডট কম

সারাবাংলা/এসবিডিই/এএসজি

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ ছবিতে গল্প ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ১৯৯০: ম্যারাডোনার কান্নার বিশ্বকাপে জার্মানির প্রতিশোধ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর