Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তবুও আছে ঝড়ের ফরমান


১৩ মে ২০১৮ ১১:০৩

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

মেঘ আর ঝড়ে পার হয়ে গেল বৈশাখ মাসটা। আজ বৈশাখের ৩০ তারিখ। বৈশাখ চলে যাচ্ছে বলে কি কালবৈশাখী চলে যাচ্ছে? উঁহু বৈশাখ যাচ্ছে তবে ঝড় নয়। ঝড়ের ফরমান আজও থাকছে মাথার উপর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা আছে, শুধু ঢাকাতেই ঝড় হবে দু’বার। বিকেলে আর গভীর রাতে। এ ছাড়াও, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রামেও বজ্রসহ ঝড়, দমকা হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও আছে ঝড়ের ফরমান।

গতকাল ঝড়টা না হওয়ায় তাপমাত্রা বেড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ঝড় যতই হোক না কেন জৈষ্ঠ্য মাস এসে গেছে এটাও জানতে হবে। তাপমাত্রা এখন হু হু করে বাড়বে আর বাড়বে।

নিরাপদে কাটুক দিনটি।

সারাবাংলা/এমএ/আইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর