Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন খারাপের ঢাকায় ফেরা [ছবি]


১৩ জুলাই ২০২২ ১২:২৩ | আপডেট: ১৩ জুলাই ২০২২ ১৫:৩৩

বেশিরভাগ ক্ষেত্রেই ইদের ছুটিতে ঘরে ফেরা মানুষদের পোহাতে হয় নানান দুর্ভোগ। ঠেলাঠেলি, হুড়োহুড়ি, বাড়তি ভাড়া ও যানজট ভোগান্তি উপেক্ষা করেই ছুটে চলে চিরচেনা বাড়ির পথে। শত দুর্ভোগ মাথায় নিয়েও তাদের চোখেমুখে দেখা যায় না খুব একটা ক্লান্তি। স্বজনদের কাছে পাওয়ার ক্ষণকাল আগে, সব কষ্টই যেন সয়ে নেওয়া যায় শরীর ও মনে।

বুধবার (১৩ জুলাই) ঠিক তার উল্টো চিত্র দেখা গেল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। ইদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে শ্রমজীবী মানুষ। কিন্তু তাদের সেই হাসি কোথায় যেন হারিয়ে গেছে। সবার শরীর নুয়ে পড়ছে ক্লান্তিতে। হয়ত আবার আগামী ইদে ফেরা হবে ঘরে, স্বজনদের কাছে। তাদের কাছে এই যাত্রা এখন, মন খারাপের ঢাকায় ফেরা। ছবিগুলো ক্যামেরাবন্দি করেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

বিজ্ঞাপন

 

ইদুল আজহা ঢাকায় ফেরা মন খারাপের ঢাকায় ফেরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর