গরমে প্রাণিকূলেও হাঁসফাস দশা | ছবি
১৮ এপ্রিল ২০২৪ ১৯:১৭ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ২১:৩৮
তীব্র গরম। দেশের বিভিন্ন এলাকায় বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। টানা তাপপ্রবাহে প্রাণ ওষ্ঠাগত। এ পরিস্থিতিতে ভালো নেই চট্টগ্রাম চিড়িয়াখানার পশু-পাখিরাও। প্রচণ্ড তাপমাত্রায় স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেছে তাদের। একটু সুযোগ পেলেই আশ্রয় খুঁজছে ছায়ায়। নেমে পড়ছে পানিতে। একটু প্রশান্তি পেতে ঘন ঘন গা ভেজাচ্ছে পানিতে। চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী
- পাখিগুলোর স্বাভাবিক ওড়াউড়ি কমে গেছে এই গরমে।
- বানরসহ সব প্রাণীই চেষ্টা করছে পানিতে থাকতে।
- সন্তানকে নিয়ে পানিতে স্বস্তি খুঁজছে বানরটি।
- পানি থেকে ওঠারই যেন নাম নেই!
- একটু ছায়ায় আশ্রয় নিয়েছে জেব্রাটি।
- একটু ছায়ায় আশ্রয় নিয়েছে জেব্রাটি।
- দুই বাঘের জলকেলি।
- সঙ্গে থাকা বল নিয়ে চলছে খেলাও।
- এই গরমে পানিতে থাকলেই যেন আরাম।
- চৌবাচ্চাতেই এখন বেশি সময় কাটছে বাঘেদের।
- ছায়াতে কাটছে বাঘেদের সময়।