বৃষ্টির জলে ডুবল ঢাকা | ছবি
১২ জুলাই ২০২৪ ২৩:৪১ | আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১২:২১
সকাল থেকে টানা বৃষ্টি। ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টি প্রায় ৬০ মিলিমিটার, যা আবহাওয়া অধিদফতরের হিসাবে অতি ভারী বর্ষণ। অন্যদিকে রাজধানী ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনার কথা নতুন করে বলার কিছু নেই। ফলে যা হওয়ার হয়েছে সেটাই। সবকিছু উপচে সড়কে জমেছে পানি। তাও যেমন তেমন নয়, ঢাকার প্রধান প্রধান সব সড়কেই পানি জমেছে কোমর-বুক পর্যন্ত। যানবাহন চলাচলের উপায় পর্যন্ত নেই। দুয়েকটি যানবাহন যা বের হয়েছিল রাস্তায়, সেগুলোও রীতিমতো ডুবে গেলে বৃষ্টির জলে।
শুক্রবার (১২ জুলাই) ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে জলজটের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান