Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্যাফোডিল ডে উপলক্ষ্যে সিডনিতে ক্যান্সার কাউন্সিলের জন্য ‘মর্নিং টি’

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ১০:৫১

অস্ট্রেলিয়ার সিডনিতে ড্যাফোডিল ডে উপলক্ষ্যে ক্যান্সার কাউন্সিলের সহায়তার জন্য ‘মর্নিং টি’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) নিউ সাউথ ওয়ালসের আরমিংটন কমিউনিটি সেন্টারে উদয় ইঙ্কের আয়োজনে বিশেষ এই ‘মর্নিং টি’ অনুষ্ঠিত হয়।

‘মর্নিং টি’ অনুষ্ঠানে অংশ নেন কমিউনিটির সদস্য, নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা। এই আয়োজনটি সাংস্কৃতিক উষ্ণতা, একতাবদ্ধতা ও ক্যান্সার গবেষণায় তহবিল সংগ্রহের এক মিলনমেলায় রূপ নেয়।

উদয় ইনক গত দুই বছর ধরেই নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করে আসছে, যার মাধ্যমে ক্যান্সার কাউন্সিলের গবেষণা ও সচেতনতা বৃদ্ধির কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছে। সিডনি জুড়ে অনেক সংস্থা এমন আয়োজন করলেও বহুসাংস্কৃতিক কমিউনিটিকে সম্পৃক্ত করার ক্ষেত্রে উদয় ইঙ্কের এই প্রচেষ্টা আলাদাভাবে নজর কাড়ে।

বিজ্ঞাপন

এবারের অনুষ্ঠানে ছিল নানা পদের সুস্বাদু খাবার, যা অতিথিদের আপ্যায়নে এক অনন্য মাত্রা যোগ করে। খাবার পরিবেশনেও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিচ্ছবি দেখা গেছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মনিকা টুডহোপ (ইপিং স্টেট এমপি), ফিলিপ রাডডক এও (অস্ট্রেলিয়ার সবচেয়ে দীর্ঘসময় ধরে দায়িত্ব পালন করা সাবেক ইমিগ্রেশন মিনিস্টার), শ্রীনি পিল্লামারি (ইপিং ওয়ার্ড কাউন্সিলর), কাউন্সিলর এ্যাশ রহমান (ক্যাম্পবেলটাউন কাউন্সিল), কাউন্সিলর এলিজা আজাদ (ক্যামডেন কাউন্সিল), ড. সাবরিন ফারুকী এও (সাবেক কাউন্সিলর)। তারা সকলেই ক্যান্সার গবেষণার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদয় ইঙ্কের প্রচেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডনি মেডিকেল স্কুলের একজন অবসরপ্রাপ্ত অ্যাসোসিয়েট প্রফেসর, যিনি ক্যান্সার গবেষণার বর্তমান অগ্রগতি ও গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া বলোনিনা। তিনি একজন স্টেজ ৪ ব্রেইন ক্যান্সার থেকে বেঁচে ফেরা যোদ্ধা এবং খ্যাতিমান অপেরা সঙ্গীতশিল্পী। তার জীবনের গল্প ও পরিবেশনা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।

অনুষ্ঠানে আরও অংশ নেন কমিউনিটি নেতা, লেখক, শিক্ষাবিদ ও ব্যবসায়ী ব্যক্তিত্বরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ভিন্স আগোস্টিনো, মোস্তফা আব্দুল্লাহ, আনিস মজুমদার, ড. আব্দুল্লাহ মামুন, ড. নূর রহমান, আর জে পারভিন, ড. এহসান আহমেদ, মোহাম্মদ এস. কবির, নাসিম সামাদ, লাভলী রহমান, সিমি কাজী সুলতানা, নিকেশ নাগ, জান্নাতুল ফেরদৌস মুননি, শামস মওদুদ, মো. শফিকুল আলম, ড. খায়রুল চৌধুরি, গামা কাদির, ড. মেহের-উন-নেসা, অজয় দাশগুপ্ত, নাসরিন আরা, রোকেয়া আহমেদ, আরিফ রহমান মানিক, আবদুল মতিন, বাদল হক, ড. রতন কুণ্ডু, ইঞ্জিনিয়ার মতিন, মামুন মুরশেদ, ইমরান হোসেন, মো. কামরুজ্জামান আকন, আমিয়া মতিন, কাশফি আসমা আলম, মোহাম্মদ আওল, জুবায়ের আহমেদ, মলি চৌধুরি, সাবিহা ফাইজুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, দীপিতা রহমান, শামসুন আলম, মাহমুদা রহমান, আফরিন জাহান, মঞ্জুলা বিশ্বনাথ, নুসরাত জাহান স্মৃতি, রাশেদ খান, মুশুদা জামান ছবি, ডরিন লিং, লক্ষ্মী পিল্লামারি, আজিজুন্নেসা বেগম, আয়েশা হাদাগেইল, রাহেনুমা ফালাক, রাশিদা আমিন মিমি, ফারুক এম তালুকদার এবং আরও অনেকে।

উদয় ইনক এই আয়োজনের সফলতায় অংশগ্রহণকারী, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সারাবাংলা/এমএইচ/এমপি

ড্যাফোডিল ডে মর্নিং টি সিডনি