ফ্রান্সে আগামী ১৮ সেপ্টেম্বর সাধারণ ধর্মঘট ও প্রতিবাদের ডাক দিয়েছে আটটি প্রধান শ্রমিক সংগঠন। শুক্রবার (২৯ আগস্ট) এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেয়। শ্রমিক নেতারা সরকারের প্রস্তাবিত ২০২৬ সালের বাজেটকে ‘অসহনীয়’ আখ্যা দিয়ে বাজেট প্রত্যাহারের দাবি জানান।
ধর্মঘটে অংশ নেবে CFDT, CGT, FO, UNSA, CGC, CFTC, Solidaires ও FSU। তাদের অভিযোগ, প্রস্তাবিত বাজেটে সামাজিক সেবা, স্বাস্থ্য, শিক্ষা ও অবসরভাতা খাতে বড় ধরনের কাটছাঁট আনা হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করবে।
সবচেয়ে বড় ভোগান্তি দেখা দিতে পারে পরিবহন খাতে। বিমান ট্রাফিক কন্ট্রোল ইউনিয়ন SNCTA ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে, যা ইউরোপজুড়ে ফ্লাইট চলাচলে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি রেলওয়ে ও মেট্রো সেবাও মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
শিক্ষা, ডাক ও সরকারি সেবাখাতের কর্মীরাও ধর্মঘটে অংশ নেবেন। এমনকি জরুরি ফার্মেসি সেবাও সীমিত আকারে চালু থাকার কথা জানিয়েছে সংগঠনগুলো।
CFDT নেতা মেরিলিজ লেওন বাজেট প্রস্তাবকে “হরর শো” আখ্যা দিয়ে বলেন, “জনগণের অধিকার রক্ষায় আমাদের রাস্তায় নামতেই হবে।” অন্যদিকে CGT নেত্রী সোফি বিনে বলেন, “আমরা ন্যায়সঙ্গত করনীতি, মজুরি বৃদ্ধি এবং পেনশন সংস্কার প্রত্যাহার চাই।”
আটটি সংগঠনের এই ঘোষণার ফলে আগামী ১৮ সেপ্টেম্বর ফ্রান্সজুড়ে সাধারণ মানুষের যাতায়াত ও দৈনন্দিন জীবনে ব্যাপক ভোগান্তি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।