Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মৃত্যুতে প্যারিসে শোক বই উন্মুক্ত

ফ্রান্স থেকে নজমুল হক
১০ জানুয়ারি ২০২৬ ০৮:০৮

ফ্রান্স: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, প্যারিস ৬ থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত শোক বই উন্মুক্ত করে।

এ উপলক্ষ্যে প্যারিসে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশনের রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও কূটনীতিকরা দূতাবাস প্রাঙ্গণে উপস্থিত হয়ে শোক বার্তা প্রদান করেন।
এছাড়াও, ই-মেইলের মাধ্যমেও বিভিন্ন কূটনৈতিক মিশন থেকে শোক বার্তা প্রেরণ করা হয়।

শোক প্রকাশে অংশ নেন ফ্রান্স, মোনাকো ও আইভোরি কোষ্টে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। তারা ডিজিটাল শোক বইয়ের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান।

বিজ্ঞাপন

বাংলাদেশ দূতাবাস, প্যারিস শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর